এ্যাপল কোম্পানী ভারতে আইফোন-১৪ উৎপাদন শুরু করেছে

 ভারতে আইফোন-১৪ উৎপাদন শুরু করেছে অ্যাপল। চলতি বছরের শেষ নাগাদ স্থানীয়ভাবে তৈরি ফোন বাজারজাত করাও শুরু হবে। অ্যাপলের উৎপাদন অংশীদার ফক্সকন আইফোনের নতুন সংস্করণটি উৎপাদন করবে চেন্নাইয়ের কাছাকাছি শ্রিপেরামবুদুর শহরের নিজস্ব কারখানায়। তবে, আইফোন-১৪ প্রো সংস্করণটি শুরুতে তৈরি করা হচ্ছে না।


iphone14


২০১৭ সাল থেকে ভারতে আইফোনের উৎপাদন করছে অ্যাপল। তবে এত দিন ভারতীয় কারখানায় আইফোনের পুরনো সংস্করণগুলো তৈরি করা হতো। আর এবার যে আইফোন-১৪ করা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের অনুমান, ভারতকে ২০২৫ সাল নাগাদ একটি বৈশ্বিক আইফোন উৎপাদন হাবে পরিণত করবে অ্যাপল। মূলত চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে এ পদক্ষেপ নিচ্ছে কোম্পানি। গত এক দশকের বেশি সময় ধরে অ্যাপলের বেশির ভাগ ডিভাইস উৎপাদিত হয়েছে চীনে। অ্যাপল ভারতে আইফোন-১৪ উৎপাদন শুরু করায় স্থানীয় বাজারে এ মডেলের ডিভাইসগুলোর দাম কমার আশা করছেন আগ্রহী ক্রেতারা।


সুত্র: এখানে

Comments