- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ইন্টারনেটে তথ্য সুরক্ষিত রাখতে মূল হাতিয়ার পাসওয়ার্ড। জানা প্রয়োজন কীভাবে কোন পাসওয়ার্ড ব্যবহার করবেন বা কোন পার্সওয়ার্ড কোনোভাবেই ব্যবহার করা হবে না। পাসওয়ার্ড দিয়ে কোনো জায়গার নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে যদি আপনি কোনো তথ্যের গোপনীয়তা বজায় রাখতে চান। আবার অর্থের বিষয়টাও একই।
সাইবার অপরাধের সঙ্গে যারা যুক্ত তারা সারাদিন আপনার অ্যাকাউন্ট তাক করে বসে থাকে। কোনোভাবেই একটু সুযোগ পেলেই নিমেষে উধাও হয়ে যায় সব। প্রতিদিন লক্ষ লক্ষ ক্রেতা, ব্যবহারকারী এবং গ্রাহক এই সাইবার প্রতারণার শিকার হন পৃথিবীজুড়ে। কিন্তু আপনি যদি গোটা বিষয়টা নিয়ে সতর্ক হন, তবে আপনার তথ্য এবং অর্থ সুনিশ্চিত করতেই পারেন। সে ক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কয়েকটি বিষয়। পাশাপাশি বেশ কিছু পাসওয়ার্ড আছে, যেগুলো কোনোভাবেই ব্যবহার করা যাবে না বা একবার ব্যবহার করা কোনো পাসওয়ার্ড দ্বিতীয়বার ব্যবহার না করাই ভালো।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, আপনি একটি পাসওয়ার্ড ব্যবহার করছেন, সে ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না তার মধ্যে কতটা ঝুঁকি রয়েছে। তাই ২০২২ সালে বহুল ব্যবহূত বেশ কিছু পাসওয়ার্ড প্রকাশ করা হয়েছে, যেগুলো এখন সাইবার প্রতারকদের মূল টার্গেট। সেইসব পাসওয়ার্ড ব্যবহার করলে নিমেষে শেষ হয়ে যাবে আপনার সব।
যেসব পাসওয়ার্ড ভুলেও ব্যবহার করবেন না।
123456 password 12345678 12341234 1asdasdasdasd Qwerty123 Password1 123456789 Qwerty112345678
Comments
Post a Comment