- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
এবার আউটলুকে ই-মেইলের পাশাপাশি চ্যাট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা দিতে ই-মেইল অ্যাপ আউটলুকে ব্যবসায়িক যোগাযোগের সফটওয়্যার ‘টিমস’ এর চ্যাট ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। ফলে ই-মেইল পাঠানোর পাশাপাশি যে কারও সঙ্গে দ্রুত বার্তা বিনিময়ের জন্য আলাদা করে মাইক্রোসফট টিমসে যেতে হবে না ব্যবহারকারীদের।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আগামী মার্চ মাস থেকেই এ সুবিধা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। টিমস এবং আউটলুক—দুটিই মাইক্রোসফটের পণ্য। নতুন এ উদ্যোগের ফলে মাইক্রোসফট টিমস ও আউটলুক ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি, টিমসকে আরও ব্যয়বহুল প্রিমিয়াম সংস্করণে নেওয়ার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। টিমস সফটওয়্যার ব্যবহারকারীরা শুরু থেকে যেসব সুবিধা পেতেন, এখন তা আর বিনা মূল্যে পাবেন না। কেননা, কিছু সুবিধা শুধু প্রিমিয়াম সংস্করণের জন্য ব্যবহারযোগ্য করে দিচ্ছে মাইক্রোসফট।
গত ডিসেম্বর থেকে ৩০ দিন মেয়াদে ‘ফ্রি ট্রায়াল’ কার্যক্রম শুরু করেছে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম। যেখানে থাকবে ক্যাপশনের অনুবাদ, কাস্টম টুগেদার মুড, ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্টসহ আকর্ষণীয় কিছু সুবিধা।
এর আগে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যারগুলোতে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে বলে জানা যায়। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান।
মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআইয়ের জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কি না বা এটি আপাতত পরীক্ষামূলক কি না, তা-ও পরিষ্কার নয়।
Comments
Post a Comment