- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
এবার বাজারে স্মার্টফোন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় কোমলপানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা। ধারণা করা হচ্ছে, আগামী মার্চের মধ্যে কোম্পানিটি তাদের প্রথম ফোন বাজারে নিয়ে আসবে। এরই মধ্যে, টুইটারে ‘কোলাফোন’ নামের একটি অ্যাকাউন্ট লক্ষ্য করা যাচ্ছে।
মোবাইল ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনার প্রতিবেদন অনুযায়ী, অনলাইনে কোকাকোলা স্মার্টফোনের একটি ছবি ফাঁস হয়েছে। লাল রঙের সেই ফোনের পেছনে কোকাকোলার ব্র্যান্ডিং দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ফোন বাজারে আনবে কোকাকোলা।
ফাঁস হওয়া ডিজাইনের সঙ্গে রিয়েলমি ১০ ফোরজি ফোনের মিল রয়েছে। ফলে মনে করা হচ্ছে রিয়েলমির মাধ্যমেই ডিভাইসটি বাজারে আনবে কোকাকোলা। ছবিতে ফোনের পেছনে কোকাকোলার ব্র্যান্ডিং ছাড়াও ডুয়াল ক্যামেরা সেটআপ লক্ষ্য করা গেছে। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম বাটন।
রিয়েলমি ১০ প্রোতে চিপ হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫। সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে। এ ছাড়া, ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি।
কোকাকোলার নতুন ফোনের সঙ্গে রিয়েলমি ১০ ফোরজি ফোনের ডিজাইনে মিল থাকায় ধারণা করা হচ্ছে, কনফিগারেশনেও মিল থাকবে ফোন দুটির।
Comments
Post a Comment