- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ওয়েব সংস্করণে সর্বশেষ টাইমলাইন দেখার সুযোগ চালু ছিল আগে থেকেই। তবে এবার অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটি।
ফলে, ব্যবহারকারী অ্যাপ থেকে বের হওয়ার সময় শেষবার যে টাইমলাইনে ছিলেন, চালু করলে আবার সেখান থেকেই দেখতে পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার ফলে টুইটার ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে টাইমলাইন ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হবে। ব্যবহারকারী যে টাইমলাইনে অ্যাপ থেকে বের হবেন, সে টাইমলাইন থেকেই আবার টুইট দেখা শুরু করতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই অপারেটিং সিস্টেমের অ্যাপের পাওয়া যাবে এই সুবিধা।
সম্প্রতি, টুইটার ব্যবহারকারীদের সঙ্গে বিজ্ঞাপনের টাকা ভাগ করে নেওয়ার ঘোষণা দিয়েছেন মাস্ক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে মাস্ক লিখেন, ‘আজ থেকে পোস্টদাতার সঙ্গে টুইটে দেখানো বিজ্ঞাপনগুলি থেকে আয় ভাগ করে নেবে টুইটার।’
টুইটে রিপ্লাইতে তিনি আরও লিখেন, ‘এই আয়ের অংশ হতে হলে ব্যবহারকারীকে টুইটারের ব্লু সাবস্ক্রাইবার হতে হবে।’ মাস্কের টুইট প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।
এর আগে, যৌথভাবে টুইটের সুবিধা বন্ধ করে প্ল্যাটফর্মটি। ‘কো টুইট’ নামের এ সুবিধা ব্যবহার করে যৌথভাবে টুইট লিখে নিজেদের অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে পোস্ট করা যেত। ফলে দুজনের অনুসারীরাই টুইটটি দেখার সুযোগ পেতেন। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ কোরিয়ায় ‘কো টুইট’ সুবিধা চালু করে টুইটার।
Comments
Post a Comment