ঘরের বর্জ্যে তৈরি হবে জৈব সার

 






প্রয়োজনীয় জৈব সার আমাদের কিনতে হয়। কিন্তু আপনার ইচ্ছা হয় ঝামেলাবিহীনভাবে ডিমের খোসা বা সবজির খোসা দিয়ে জৈব সার বানাতে। সে ইচ্ছাই এবার বাস্তবে রূপ নেবে।


রান্নাঘরে বা বাড়ির কোথাও কোনো ধরনের পোকামাকড় বা দুর্গন্ধ ছাড়াই জৈব সার তৈরি করা সম্ভব হবে রিনকল প্রাইম ফুড ওয়েস্ট কম্পোজিটরে। এটি একটি পরিবেশবান্ধব যন্ত্র। প্রতিদিনকার ময়লার ঝুড়িতে উচ্ছিষ্ট খাবার কিংবা রান্নার জন্য কাটাকুটি করা তরকারির খোসা অথবা বাড়তি অংশ জমিয়ে রাখুন। তারপর সেগুলো যন্ত্রটিতে দিলে পেস্ট হয়ে দ্রুত কম্পোস্ট জৈব সারে পরিণত হবে। এটি যেমন বাড়ির বিভিন্ন বর্জ্য অনেক কমিয়ে দেবে, তেমনি দুই ঘণ্টার কম সময়ের মধ্যে প্রস্তুত করবে গাছের পুষ্টিকর খাবার বা সার।


এটি তিন স্তরবিশিষ্ট ফিল্টার সিস্টেম, যা গন্ধমুক্ত কম্পোস্টিং নিশ্চিত করে। রিনকল প্রাইম ফুড ওয়েস্ট কম্পোজিটরের দাম প্রায় ৭৭ হাজার টাকা। কিন্তু ৩০ শতাংশ ছাড়ে সীমিত সময়ের জন্য এর দাম পড়বে প্রায় ৫৪ হাজার টাকা।

Comments