- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
কনটেন্ট নির্মাতাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ফিচার আনছে ইউটিউব। এবার ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।
গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন ‘পার্টনার প্রোগ্রাম’ চুক্তির অংশ হিসেবে ইউটিউবে ‘শর্টস’ নির্মাতারা আয় করা শুরু করেছেন। ইউটিউব শর্টস ইউটিউবের একটি ফিচার, এই ফিচারে ৬০ সেকেন্ডের কম ব্যাপ্তির ভিডিও আপলোড করা যায়। সাধারণত ইউটিউব ভিডিও আপলোড করার জন্য ভিডিও রেকর্ড এবং সম্পাদনা আলাদাভাবে করার প্রয়োজন হয়। তবে, ইউটিউব শর্টস সরাসরি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে রেকর্ড এবং এডিট করে আপলোড করা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব জানিয়েছিল, ইউটিউব শর্টসের ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। আর এই বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন নির্মাতা। ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের শর্তাবলি মেনে নিতে নির্মাতারা সময় পাচ্ছেন আগামী ১০ জুলাই পর্যন্ত। পরিবর্তনের অংশ হিসেবে ইউটিউব নতুন ‘মনিটাইজেশন মডিউল’ চালু করছে। ফলে নির্মাতারা ইউটিউবে সহজ নিয়মে অর্থ উপার্জনের সুবিধা পাবেন।
শর্টসের মাধ্যমে আয় করতে হলে শর্টস নির্মাতাদের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার এবং বিগত ৯০ দিনের মধ্যে চ্যানেলের সব শর্টস মিলিয়ে ১ কোটির বেশি ভিউ থাকতে হবে। তখনই তাঁরা নতুন ‘শর্টস মনিটাইজেশন মডিউল’ গ্রহণ করতে পারবেন।
Comments
Post a Comment