মোবাইল ফোনের বিস্ফোরণ এড়াতে যা করবেন, যা করবেন না

 





মোবাইলের ব্যাটারিতে হঠাৎ বিস্ফোরণ বা আগুন ধরার কারণে মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। মোবাইল চার্জে থাকাকালীন এ ধরনের বিস্ফোরণ বেশি দেখা যাচ্ছে। অসতর্ক থাকার ফলে এ ধরনের ঘটনার মুখোমুখি হতে পারেন যে কেউ। মোবাইল ফোনের বিস্ফোরণ এড়াতে  যা যা করবেন তা নিয়ে আলোচনা করা হল- 


ফুলে যাওয়া ব্যাটারি পরিবর্তন করুন

মোবাইলের ব্যাটারি ফুলে গেলে এ ধরনের বিস্ফোরণের আশঙ্কা বেড়ে যায়। এমতাবস্থায় ব্যাটারি দ্রুত পরিবর্তন করুন এবং যথাস্থানে ফেলে দিন। 


ক্ষতিগ্রস্ত ফোন ব্যবহার করবেন না

মাদারবোর্ডে সমস্যাযুক্ত বা ব্যাটারি ক্ষতিগ্রস্ত– এমন ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। এ সকল ফোন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।   


আসল চার্জার ব্যবহার করুন

স্মার্টফোনের সঙ্গে দেওয়া আসল চার্জার ব্যবহার করুন। অনেক সময় আসল চার্জার হারিয়ে গেলে টাকা বাঁচাতে অনেকে নকল ও সস্তা চার্জার কিনে থাকেন। এ সকল চার্জার ফোনের ক্ষতি করে। অনেক সময় এটি বিস্ফোরণেরও কারণ হয়ে দাঁড়ায়। 


থার্ড পার্টি অ্যাডাপ্টার, মিক্সড ম্যাচিং কেবল ব্যবহার করবেন না

আসল কেবল এবং অ্যাডাপ্টার দিয়ে স্মার্টফোন চার্জ করুন। অন্য ব্র্যান্ডের অ্যাডাপ্টারের সঙ্গে আসল চার্জার বা আসল অ্যাডাপ্টারের সঙ্গে নকল অ্যাডাপ্টার ব্যবহার করলে স্মার্টফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।

আসল ব্যাটারি ব্যবহার করুন

কখনোই মোবাইল ফোনে থার্ড পার্টি বা নকল ব্যাটারি ব্যবহার করা ঠিক নয়। এগুলো সাধারণত দুর্বলভাবে তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি যা অতিরিক্ত গরম হতে পারে। ফলে এতে আগুন ধরা সহ বিস্ফোরিত হওয়ার আশঙ্কা থাকে। 


স্মার্টফোন ফুল চার্জ করা থেকে বিরত থাকুন

স্মার্টফোনের চার্জ পুরোপুরি শেষ করে ফেলা যেমন ব্যাটারির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি ব্যাটারি ফুল রিচার্জ করলেও তাতে ব্যাটারির ক্ষতি হয়। ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে তাতে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। ব্যাটারির ভালোর জন্য ৮০ থেকে ৮৫ শতাংশ চার্জ হলেই চার্জার খুলে ফেলতে হবে। 

দীর্ঘ সময় অতিরিক্ত তাপমাত্রায় রাখা যাবে না

ফোন নিয়মিত অধিক তাপমাত্রায় উন্মুক্ত রাখলে ব্যাটারির দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। দীর্ঘ সময়ের জন্য সরাসরি রোদে বা বন্ধ গাড়িতে রেখে দিলে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়। ফলে ব্যাটারির ক্ষতি হওয়ার পাশাপাশি বিস্ফোরণের সম্ভাবনা থাকে। 

Comments