- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
টুইটার অধিগ্রহণের পর থেকেই মাইক্রো ব্লগিং সাইটটিতে নিয়মিত নানা ধরনের পরিবর্তন আনছেন ইলন মাস্ক। অনেক পরিবর্তন সমালোচিত হলেও অনেক পরিবর্তন কুড়িয়েছে প্রশংসাও। এরই ধারাবাহিকতায় এবার টুইটার ব্যবহারকারীদের সঙ্গে বিজ্ঞাপনের টাকা ভাগ করে নেওয়ার ঘোষণা দিলেন মাস্ক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে মাস্ক লিখেন, ‘আজ থেকে পোস্টদাতার সঙ্গে টুইটে দেখানো বিজ্ঞাপনগুলি থেকে আয় ভাগ করে নেবে টুইটার।’
টুইটে রিপ্লাইতে তিনি আরও লিখেন, ‘এই আয়ের অংশ হতে হলে ব্যবহারকারীকে টুইটারের ব্লু সাবস্ক্রাইবার হতে হবে।’ মাস্কের টুইট প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।
সম্প্রতি, যৌথভাবে টুইটের সুবিধা বন্ধ করে প্ল্যাটফর্মটি। ‘কো টুইট’ নামের এ সুবিধা ব্যবহার করে যৌথভাবে টুইট লিখে নিজেদের অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে পোস্ট করা যেত। ফলে দুজনের অনুসারীরাই টুইটটি দেখার সুযোগ পেতেন। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ কোরিয়ায় ‘কো টুইট’ সুবিধা চালু করে টুইটার।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, আজ বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে ‘কো টুইট’ সুবিধা বন্ধ হয়ে যাবে প্ল্যাটফর্মটিতে। ফলে যৌথভাবে টুইটের সুবিধা আর থাকছে না টুইটারে। ‘কো টুইট’ সুবিধা ব্যবহার করে প্ল্যাটফর্মে পোস্ট করা টুইটগুলিও এক মাসের মধ্যে মুছে ফেলা হবে।
সম্প্রতি, প্ল্যাটফর্মের ফন্ট বদলেছে টুইটার কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া জালিয়াতি ঠেকানোর প্রচেষ্টা হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। বলা হচ্ছে, নতুন এই ফন্ট ছোট একটি পরিবর্তন হলেও প্ল্যাটফর্মের চলমান এক সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদাহরণস্বরূপ, ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে এত দিন ইংরেজি অক্ষর ও ‘O’ এর সঙ্গে ‘জিরো’ নম্বর মিলিয়ে ফেলতেন। ফলে, প্ল্যাটফর্মের অন্যান্য ব্যবহারকারীর ছদ্মবেশ ধারণের সুযোগ পেত স্ক্যামাররা। দেখা যেতো, কারও ইউজারনেমে ‘ও’ থাকলে স্ক্যামার ‘জিরো’ ব্যবহার করে হুবহু দেখতে ইউজারনেম বানিয়ে নিতেন।
Comments
Post a Comment